ঢাকা , মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ , ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কার বিরুদ্ধে কী আদেশ দিলেন ট্র্যাইব্যুনাল সহিংসতার ষড়যন্ত্র সফল হবে না: পরিবেশ উপদেষ্টা ধানমন্ডি ৩২ ভাঙতে এক্সকাভেটর নিয়ে ছাত্রজনতা, উত্তেজনা চরমে শেখ হাসিনার রায় -ঢাকায় নিরাপত্তা জোরদার, তল্লাশি-চেকপোস্ট ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারবার্গ ভাইরাস শনাক্ত, কীভাবে ছড়ায়? ড্রামের ভেতর পাওয়া মরদেহের রংপুরে দাফন সকালে চা নাকি কফি, কোনটা আপনার জন্য ভালো? মঙ্গল অভিযানে নাসার দুই মহাকাশযান অঙ্গীকার করেছিলাম, যত শক্তিশালী হোক না কেন, প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে: তাজুল ইসলাম যে চার বিষয়ে হবে গণভোট, একটি প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে মতামত দেশে এই মুহূর্তে গৃহযুদ্ধের ভাব বিরাজ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে: সালাহউদ্দিন আহমদ বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক সন্ধ্যায় গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে: প্রধান উপদেষ্টা অস্কার মনোনীত অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড মারা গেছেন প্রতিদিন কতটুকু চা খাওয়া যাবে? রোববারের মধ্যে দাবি না মানলে যমুনার সামনে অবস্থানের ঘোষণা জামায়াতসহ ৮ দলের আল-কায়েদার সাথে সম্পর্ক এখন অতীত: সিরিয়ার প্রেসিডেন্ট মাইলস্টোন ট্র্যাজেডি সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু আদালতের বাইরে বিস্ফোরণ আত্মঘাতী হামলা ছিল: পাক স্বরাষ্ট্রমন্ত্রী

বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দিলেও মালিকানা দিচ্ছি না

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৪:৩৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৪:৩৪:৪৯ অপরাহ্ন
বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দিলেও মালিকানা দিচ্ছি না
চট্টগ্রাম বন্দরের পরিচালনায় বিদেশি কোম্পানির যুক্ত হওয়া নিয়ে সব ধরনের বিভ্রান্তি দূর করতে পরিষ্কার বক্তব্য দিয়েছেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান। তিনি বলেছেন, চট্টগ্রাম বন্দরের মালিকানা বাংলাদেশের কাছেই থাকবে, কেবল অপারেশন বা পরিচালনার দায়িত্ব দেওয়া হবে বিদেশি অপারেটরকে।

বুধবার (২ জুলাই) দুপুরে সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান বলেন, “আমরা মালিকানা দিচ্ছি না, এটা পরিষ্কার করে বলা প্রয়োজন। নিরাপত্তার দিকটি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যাকেই দায়িত্ব দেই না কেন, মালিকানা আমাদের কাছেই থাকবে।”

তিনি জানান, ডিপিওয়ার্ল্ড (দুবাইপোর্ট ওয়ার্ল্ড)–এর মতো বিশ্বমানের অপারেটর আসলে চট্টগ্রাম বন্দরে আধুনিক বড় জাহাজ আসবে, নতুন রুট চালু হবে, ফলে দক্ষতা বাড়বে ও কন্টেইনার খরচ কমবে।

চেয়ারম্যান বলেন, “এখন আমরা প্রতিদিন ৩ থেকে ৫ হাজার কন্টেইনার হ্যান্ডেল করি। ডিপিওয়ার্ল্ড দায়িত্ব নিলে সেটি ৬ হাজার ছাড়িয়ে যাবে। ১৫ থেকে ২০ শতাংশ কার্যক্ষমতা বাড়বে।”

তিনি জানান, আগামী ছয় মাস নৌবাহিনী (নেভি) বন্দর পরিচালনার দায়িত্বে থাকবে। এর পরের ধাপে সরকার ও ডিপিওয়ার্ল্ডের মধ্যে জি-টু-জি (G2G) চুক্তির আওতায় আলোচনা চলবে এবং নেগোসিয়েশনের ভিত্তিতে সিদ্ধান্ত হবে।

বন্দরের আয়ে ইতিবাচক প্রভাব পড়বে উল্লেখ করে চেয়ারম্যান বলেন, “আমরা সাইনিং মানি হিসেবে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা পেতে পারি। যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হবে।”

তিনি আরও বলেন, “বর্তমানে আমাদের কনটেইনার পরিবহন ব্যয় এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি। ডিপিওয়ার্ল্ড এলে সেটি ওয়ান-থার্ডে নামিয়ে আনতে পারব।”

সার্বিকভাবে, মালিকানা বাংলাদেশ সরকারের অধীনে রেখে বিদেশি পরিচালনার মাধ্যমে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ও আয় বাড়ানোর পরিকল্পনাই সামনে রেখেছে সরকার, এমনটাই স্পষ্ট করলেন বন্দর চেয়ারম্যান।

কমেন্ট বক্স
কার বিরুদ্ধে কী আদেশ দিলেন ট্র্যাইব্যুনাল

কার বিরুদ্ধে কী আদেশ দিলেন ট্র্যাইব্যুনাল