ঢাকা , শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়ের মৃতদেহ ২০ বছর ধরে রেখেছিলেন ফ্রিজে, গ্রেপ্তার জাপানি মা প্রথমবার ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত ইরানের হাতে ইসরায়েলের ‘কয়েক লাখ পৃষ্ঠার’ গোপন নথি, পারমাণবিক স্থাপনার ছবি প্রকাশ নরওয়েতে ইসরায়েলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণ, আটক ১ কিশোর ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করতে হবে: ফিনল্যান্ড কখনোই পারমাণবিক বোমা তৈরি না করার প্রতিশ্রুতি ইরানের প্রেসিডেন্টের বিশ্বনেতাদের আহ্বান উপেক্ষা, গাজায় ইসরায়েলের হামলায় নিহত আরও ৮৫ এবার বিয়ের জন্য উপযুক্ত সঙ্গী খুঁজে পাবেন ফেসবুকে সৌদির নতুন গ্র্যান্ড মুফতি হলেন যিনি থাইল্যান্ডে হঠাৎ রাস্তার মাঝে তৈরি হলো ১৬০ ফুট গভীর গর্ত প্রধানমন্ত্রীর জন্য ঠিক করা হয়েছে নতুন বাসভবন ফেসবুকে ঋণের জন্য মাফ চেয়ে ট্রেনের নিচে ঝাঁপ যুবকের জাতিসংঘে যুদ্ধ, নোবেল, অভিবাসন ও জলবায়ু সম্পর্কে যা বললেন ট্রাম্প জাতিসংঘে গাজায় ক্ষুধার্তদের ছবি প্রদর্শন করলেন এরদোয়ান ৫০ বছর পর প্রথম চাঁদে মানুষ পাঠাতে নাসার অভিযান ফেব্রুয়ারিতে কুইচৌতে উদ্বোধনের অপেক্ষায় বিশ্বের সবচেয়ে উঁচু সেতু জেলা প্রশাসকের কাছে গাঁজা সেবনের অনুমতি চাইলেন এক আইনজীবী হানিয়া এখন ঢাকায়, আজ শেরাটনে দেখা করতে পারবেন ভক্তরা মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণ, নিহত ২৫ প্রেমিকের সঙ্গে পালালেন মা, বাবার বিয়ের আয়োজন করল ছেলে

মেয়ের মৃতদেহ ২০ বছর ধরে রেখেছিলেন ফ্রিজে, গ্রেপ্তার জাপানি মা

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৯:৫২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৯:৫২:১৭ পূর্বাহ্ন
মেয়ের মৃতদেহ ২০ বছর ধরে রেখেছিলেন ফ্রিজে, গ্রেপ্তার জাপানি মা
জাপানের পুলিশ ৭৫ বছর বয়সী এক নারী কেইকো মোরিকে গ্রেপ্তার করেছে।  বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, ওই নারী তার মেয়ের মৃতদেহ প্রায় দুই দশক ধরে ফ্রিজে সংরক্ষণ করে আসছিলেন। এ কথা স্বীকারও করেছেন মোরি।

স্থানীয় পুলিশের একজন মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মঙ্গলবার টোকিওর উত্তর-পূর্বে ইবারাকি প্রিফেকচারের কেইকো মোরির বাড়িতে তদন্তকারীরা একটি ডিপ ফ্রিজে এক প্রাপ্তবয়স্ক নারীর মৃতদেহ খুঁজে পেয়েছেন।


মোরি বলেন, ‘এই লাশ তার মেয়ে মাকিকোর।’পুলিশের ওই মুখপাত্র আরো জানিয়েছেন, মাকিকোর জন্ম ১৯৭৫ সালে এবং বেঁচে থাকলে তার বয়স ৪৯ বা ৫০ বছর হবে। তিনি আরো বলেন, ‘মৃতদেহে পচন শুরু হয়েছে। মৃত্যুর কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্ত করা হবে।



মঙ্গলবার মোরি এক আত্মীয়কে নিয়ে পুলিশের কাছে আসেন এবং বলেন, মেয়ের মৃতদেহটি ফ্রিজে রেখেছেন। তদন্তকারীরা তখন মোরির সঙ্গে তার বাড়িতে যান। তারা টি-শার্ট এবং অন্তর্বাস পরা অবস্থায় মৃতদেহটি ফ্রিজারের ভিতরে হাঁটু গেড়ে বসে থাকতে দেখেন। এরপর মৃতদেহ ফেলে রাখার সন্দেহে মোরিকে গ্রেপ্তার করা হয় বলে ওই মুখপাত্র জানান।


মুখপাত্রের মতে, মোরি তদন্তকারীদের বলেছিলেন মৃতদেহ থেকে গন্ধ ঘর ভরে যাচ্ছে। তাই তিনি ফ্রিজ কিনে মেয়ের মৃতদেহ ভেতরে রেখেছিলেন।

মোরির বেশ কয়েকজন সন্তান আছে। তবে পুলিশ সন্তানের সংখ্যা কতজন বা তারা তদন্তকারীদের মাকিকো সম্পর্কে কী বলেছে, তা প্রকাশ করেনি। ওই মুখপাত্র জানিয়েছেন, এই মাসের শুরুতে তার স্বামীর মৃত্যু হয়।


এরপর থেকে তিনি একাই বসবাস করছিলেন।



সূত্র : এএফপি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেয়ের মৃতদেহ ২০ বছর ধরে রেখেছিলেন ফ্রিজে, গ্রেপ্তার জাপানি মা

মেয়ের মৃতদেহ ২০ বছর ধরে রেখেছিলেন ফ্রিজে, গ্রেপ্তার জাপানি মা