ঢাকা , সোমবার, ১০ নভেম্বর ২০২৫ , ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পারিশ্রমিক না পেয়ে চলন্ত ট্রেনের পেছনে দৌড়, ভাইরাল কুলি বাপ্পি রাজধানীতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত ১ কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সময় বেঁধে দিল ৭ সংগঠন সম্পর্ক’ নিয়ে যা বললেন কোয়েল মল্লিক নতুন পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: অর্থ উপদেষ্টা ইউপিএস কার্গো প্লেন দুর্ঘটনার পর এমডি-১১ উড়োজাহাজের উড্ডয়ন স্থগিত প্রধান উপদেষ্টা ডাকলে আমরা যাব, অন্য দল দিয়ে কেন সালাহউদ্দিন আহমদ গণভবন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জামায়াতের সংবিধানে গণভোট নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না: আমীর খসরু সামাজিক মাধ্যম ব্যবহারে শিশুদের বয়স বেঁধে দেবে ডেনমার্ক শীতের আগমনের শুরুতেই হোক ত্বকের যত্ন চলতি সপ্তাহেই কিছু এলাকার তাপমাত্রা নামবে ১৫ ডিগ্রির নিচে মালাইকার অশালীন নাচে বিপাকে হানি সিং রমনায় গির্জার সামনে ককটেল বিস্ফোরণ নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুরস্ক উচ্চতা ‘কম’ বলে ডেটিং অ্যাপে মামদানিকে প্রত্যাখ্যান করেছিলেন, এখন আফসোস হচ্ছে ভারতে ২২ বার ‘ভোটার’ হওয়ার বিষয়ে যা বলছেন ব্রাজিলীয় সেই নারী ট্রাম্পের সামনে মাথা ঘুরে পড়ে গেলেন ওষুধ কোম্পানির প্রতিনিধি নারীর যন্ত্রণা বুঝতে পুরুষেরও এই অভিজ্ঞতা থাকা উচিত: রাশমিকা ঘর ভাঙছে ঐশ্বরিয়ার

মেয়ের মৃতদেহ ২০ বছর ধরে রেখেছিলেন ফ্রিজে, গ্রেপ্তার জাপানি মা

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৯:৫২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৯:৫২:১৭ পূর্বাহ্ন
মেয়ের মৃতদেহ ২০ বছর ধরে রেখেছিলেন ফ্রিজে, গ্রেপ্তার জাপানি মা
জাপানের পুলিশ ৭৫ বছর বয়সী এক নারী কেইকো মোরিকে গ্রেপ্তার করেছে।  বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, ওই নারী তার মেয়ের মৃতদেহ প্রায় দুই দশক ধরে ফ্রিজে সংরক্ষণ করে আসছিলেন। এ কথা স্বীকারও করেছেন মোরি।

স্থানীয় পুলিশের একজন মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মঙ্গলবার টোকিওর উত্তর-পূর্বে ইবারাকি প্রিফেকচারের কেইকো মোরির বাড়িতে তদন্তকারীরা একটি ডিপ ফ্রিজে এক প্রাপ্তবয়স্ক নারীর মৃতদেহ খুঁজে পেয়েছেন।


মোরি বলেন, ‘এই লাশ তার মেয়ে মাকিকোর।’পুলিশের ওই মুখপাত্র আরো জানিয়েছেন, মাকিকোর জন্ম ১৯৭৫ সালে এবং বেঁচে থাকলে তার বয়স ৪৯ বা ৫০ বছর হবে। তিনি আরো বলেন, ‘মৃতদেহে পচন শুরু হয়েছে। মৃত্যুর কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্ত করা হবে।



মঙ্গলবার মোরি এক আত্মীয়কে নিয়ে পুলিশের কাছে আসেন এবং বলেন, মেয়ের মৃতদেহটি ফ্রিজে রেখেছেন। তদন্তকারীরা তখন মোরির সঙ্গে তার বাড়িতে যান। তারা টি-শার্ট এবং অন্তর্বাস পরা অবস্থায় মৃতদেহটি ফ্রিজারের ভিতরে হাঁটু গেড়ে বসে থাকতে দেখেন। এরপর মৃতদেহ ফেলে রাখার সন্দেহে মোরিকে গ্রেপ্তার করা হয় বলে ওই মুখপাত্র জানান।


মুখপাত্রের মতে, মোরি তদন্তকারীদের বলেছিলেন মৃতদেহ থেকে গন্ধ ঘর ভরে যাচ্ছে। তাই তিনি ফ্রিজ কিনে মেয়ের মৃতদেহ ভেতরে রেখেছিলেন।

মোরির বেশ কয়েকজন সন্তান আছে। তবে পুলিশ সন্তানের সংখ্যা কতজন বা তারা তদন্তকারীদের মাকিকো সম্পর্কে কী বলেছে, তা প্রকাশ করেনি। ওই মুখপাত্র জানিয়েছেন, এই মাসের শুরুতে তার স্বামীর মৃত্যু হয়।


এরপর থেকে তিনি একাই বসবাস করছিলেন।



সূত্র : এএফপি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পারিশ্রমিক না পেয়ে চলন্ত ট্রেনের পেছনে দৌড়, ভাইরাল কুলি বাপ্পি

পারিশ্রমিক না পেয়ে চলন্ত ট্রেনের পেছনে দৌড়, ভাইরাল কুলি বাপ্পি