ঢাকা , বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ , ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপদেষ্টা পরিষদের বৈঠক গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন ভেনেজুয়েলার ওপর নৌ অবরোধের হুমকির নিন্দা ইরানের গুম ও নির্যাতনের মামলা শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে’ বলে গাড়ি ম্যানেজ করেন ফয়সাল মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরছেন তারেক রহমান হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে দুই ‘সন্দেহভাজন’ আটক উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও কানাডা যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা শেষ স্ট্যাটাসে হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী দ্রুত বিচার আইনের দুই মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাস-আমানসহ ৪৫ জনকে অব্যাহতি হাদিকে গুলির আগের রাতে ফয়সাল তার বান্ধবীকে দেশ কাঁপানোর বার্তা দেন মানিক মিয়া এভিনিউয়ে বিএনসিসির বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঢাকার নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির চেকপোস্ট ব্যবস্থা জোরদার ট্রাইব্যুনালে নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচারের আবেদন ইনুর শীতে মাইগ্রেনের সমস্যা বেড়েছে? যা করতে পারেন চায়ের সঙ্গে যে খাবারগুলো খাওয়া ক্ষতিকর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে তলব ওমরাহ ও হজের সময় শিশু হারানো রোধে সৌদি আরবে বিশেষ ব্রেসলেট চালু বাংলাদেশ সীমান্তে ভারত ৮০ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপন করেছে অস্ট্রেলিয়ায় ইহুদিদের প্রাণ বাঁচিয়ে ‘জাতীয় হিরো’ আল আহমেদ

সালিশ মনঃপূত না হওয়ায় পিটিয়ে ব্যবসায়ীকে হত্যা

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৮:৩১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৮:৩১:২৮ পূর্বাহ্ন
সালিশ মনঃপূত না হওয়ায় পিটিয়ে ব্যবসায়ীকে হত্যা

বগুড়ার ধুনটে গ্রাম্য সালিশে বিচার মনঃপূত না হওয়ায় ক্ষতিগ্রস্তরা ক্ষুব্ধ হয়ে রহমত আলী তালুকদার (৪৮) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী শুক্রবার রাতে ধুনট থানায় ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পুলিশ রাতেই দুজনকে গ্রেফতার করেছে। তবে ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, এক গৃহবধূর ঘরে ঢোকায় ওই ব্যক্তিকে স্বজনরা মারধর করে। পরে তিনি হাসপাতালে মারা যান। ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে এজাহারে সালিশের কথা উল্লেখ করা হয়েছে।

মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, রহমত আলী ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের প্রয়াত ফরহাদ হোসেনের ছেলে। তিনি গোবিন্দপুর বাজারে ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসা করতেন। পাশাপাশি তিনি গ্রামে সামাজিক বিরোধও মীমাংসা করতেন। একই গ্রামের মৃত আবদুল জোব্বারের ছেলে জুয়েল শেখের সঙ্গে জমি নিয়ে প্রতিপক্ষের বিরোধ হয়। এ ঘটনার সালিশ বৈঠক করেন রহমত আলী। কিন্তু বৈঠকে রায় জুয়েল শেখের বিপক্ষে গেলে তিনি ও তার পরিবারের লোকজন রহমত আলীর ওপর ক্ষিপ্ত হন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি (রহমত আলী) ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে জুয়েল শেখের বাড়ির সামনে পৌঁছালে জুয়েল ও তার লোকজন তাকে পিটিয়ে গুরুতর আহত করেন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান।

এদিকে রহমত আলীকে হত্যার ঘটনায় তার স্ত্রী কোহিনুর খাতুন শুক্রবার রাতে ধুনট থানায় জুয়েল, তার মা রুবি খাতুনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত কর্মকর্তা ও ধুনট থানার উপপরিদর্শক (এসআই) হায়দার আলী জানান, এজাহারে উল্লেখ করা হয়েছে, সালিশে ন্যায়বিচার না করা নিয়ে বিরোধে রহমতকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রাতেই এজাহারনামীয় আসামি মোহাম্মদ আলী মহররম ও আবু শামাকে গ্রেফতার করা হয়েছে। তাদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

তবে ধুনট থানার ওসি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত রহমত ঘটনার রাতে অসৎ উদ্দেশ্যে জুয়েলের মা রুবি খাতুনের ঘরে ঢুকেছিলেন। এ সময় তার স্বজনরা রহমতকে আটক করে মারধর করে। পরে তিনি হাসপাতালে মারা যান। এরপরও অভিযোগের তদন্ত চলছে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উপদেষ্টা পরিষদের বৈঠক গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন

উপদেষ্টা পরিষদের বৈঠক গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন