ঢাকা , বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ বন্ধুরা মিলে মদ পানে ৩ জনের মৃত্যু, অসুস্থ ৮ বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ড. ইউনূস শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন জমা এনসিপির অভিযোগ— স্থানীয় পর্যায়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ নেই ফোর্বসের প্রতিবেদন: বিশ্বধনীদের তালিকায় শীর্ষে যারা তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের ট্রেন থেকে ছোড়া পানির বোতল বুকে লেগে কিশোরের মৃত্যু ট্রেনের ছাদে টিকটক বানাতে গিয়ে ২ যুবকের মৃত্যু সীমান্তে মাইন বিস্ফোরণ, পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি আমার ওপর যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে : জামায়াতের আমির ব্যাঙ্ককে ইউনূস-মোদি বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ : পররাষ্ট্রসচিব রংপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর গ্রেফতার সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য নতুন নয়: ড. খলিলুর রহমান ঈদের তৃতীয় দিনেই সিনেপ্লেক্স থেকে নেমে গেল শাকিবের যে সিনেমা ভূমিকম্প: ত্রাণের গাড়ি লক্ষ্য করে সতর্কতামূলক গুলি জান্তা সরকারের ‘টপ গান’ খ্যাত অভিনেতা ভ্যাল কিলমার মারা গেছেন শাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলো জামাই নির্বাচন ও সংস্কার নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে : মির্জা ফখরুল সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে জঙ্গি সমস্যা উত্থিত হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

‘আ.লীগের প্রেতাত্মারা ইউনূস সরকারকে ট্রাফিক জ্যামে ফেলেছে’

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৫:০০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৫:০৪:১৫ অপরাহ্ন
‘আ.লীগের প্রেতাত্মারা ইউনূস সরকারকে ট্রাফিক জ্যামে ফেলেছে’

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, "যদি ড. ইউনূসের মামলা একদিনে প্রত্যাহার হতে পারে, তাহলে তারেক রহমানের মামলাগুলো কেন প্রত্যাহার হবে না?" তিনি মনে করেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যেমন এই সরকারের প্রয়োজন রয়েছে, তেমনিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে তারেক রহমানেরও দেশে থাকা জরুরি।

রবিবার (আজ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাগ্রত বাংলাদেশ নামের একটি সংগঠন এই সভার আয়োজন করে, যেখানে খালেদা জিয়া ও তারেক রহমানসহ সকল রাজনীতিবিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোকে মিথ্যা দাবি করে সেগুলো প্রত্যাহারের দাবি জানানো হয়।

আব্দুস সালাম আরও বলেন, "আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংকট ও প্রেতাত্মারা সরকারকে এখন এমন এক 'ট্রাফিক জ্যাম'-এ ফেলে দিয়েছে, যেখান থেকে তারা বের হওয়ার পথ খুঁজে পাচ্ছে না। ছাত্র-জনতার ওপর দমনপীড়নের ঘটনার পর তিন মাস পার হলেও সঠিক সিদ্ধান্ত নিতে না পারা অত্যন্ত লজ্জাজনক। জনগণের জন্য দায়িত্বশীল পদক্ষেপ না নিয়ে সরকার দেশে আড়াইশ স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করছে। অথচ তাদের মূল দায়িত্ব হওয়া উচিত একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এবং রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর।"

তিনি জনগণের জীবনযাত্রার সমস্যার দিকে নজর দেওয়ার তাগিদ দেন। চাল-ডাল, তেল, পানি, ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর পাশাপাশি রমজান মাসের আগেই বাজার স্থিতিশীল করার আহ্বান জানান। ডেঙ্গু নিয়ন্ত্রণ ও যানজট সমস্যা সমাধানের মতো জরুরি বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে বলেন। "মানুষ আজ টিসিবির ট্রাকের পেছনে ছুটছে, এই দৃশ্য দেশের জন্য শুভ নয়," যোগ করেন তিনি।

তিনি শেখ হাসিনার সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টার সমালোচনা করে বলেন, "যা জরুরি তা আগে করুন, ৫০ বছরের পরিকল্পনা এখন দরকার নেই।"

সভায় সভাপতিত্ব করেন জাগ্রত বাংলাদেশের সভাপতি মো. জহিরুল ইসলাম কলিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ আরও অনেকে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ

বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ