ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাঝরাতে লাইভে পরীমণি, বললেন কেঁচো খুঁড়তে সাপ না বেরিয়ে যায় যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ মিলবে ‘গোল্ড কার্ড’ ভিসায় বাংলাদেশি রোগীদের জন্য দুয়ার খুলেছে চীন, দেশেই চিকিৎসার মান বাড়ানোর পরামর্শ টানা ৯ দিনের ছুটি শেষ হচ্ছে আজ, কাল থেকে খুলছে সরকারি অফিস মুসলিমদের বিক্ষোভে উত্তাল ভারত বিয়ে করলেন শামীম হাসান ৫.৬ মাত্রার ভূমিকম্পে আবার কেঁপে উঠলো মিয়ানমার ইউক্রেনে রাশিয়ার বিমান হামলায় নিহত ১৮ দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা টিকটককে আরও ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত দেশের ভেতরের খেলায়ও হিজাব নিষিদ্ধের কথা ভাবছে ফ্রান্স ইউনূস-মোদি বৈঠক অনেক ফলপ্রসু হয়েছে: প্রেস সচিব মুসলিম বিদ্বেষের অভিযোগ, বয়কটের মুখে সালমানের ‘সিকান্দার’ বিবাহবার্ষিকীতে নাচের সময় হার্ট অ্যাটাক, ওয়াসিমের মৃত্যু ইনজুরির কারণে শেষ ওয়ানডে থেকে ছিটকে গেলেন চ্যাপম্যান দুর্নীতির বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ে বাংলাদেশ-থাইল্যান্ড সমঝোতা স্মারক স্বাক্ষর ২০১৫ সালের ছবি মোদিকে উপহার দিলেন ড. ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ জীবিকার তাগিদে ফিরছে মানুষ, ভোগান্তিহীন যাত্রায় স্বস্তি

‘আ.লীগের প্রেতাত্মারা ইউনূস সরকারকে ট্রাফিক জ্যামে ফেলেছে’

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৫:০০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৫:০৪:১৫ অপরাহ্ন
‘আ.লীগের প্রেতাত্মারা ইউনূস সরকারকে ট্রাফিক জ্যামে ফেলেছে’

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, "যদি ড. ইউনূসের মামলা একদিনে প্রত্যাহার হতে পারে, তাহলে তারেক রহমানের মামলাগুলো কেন প্রত্যাহার হবে না?" তিনি মনে করেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যেমন এই সরকারের প্রয়োজন রয়েছে, তেমনিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে তারেক রহমানেরও দেশে থাকা জরুরি।

রবিবার (আজ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাগ্রত বাংলাদেশ নামের একটি সংগঠন এই সভার আয়োজন করে, যেখানে খালেদা জিয়া ও তারেক রহমানসহ সকল রাজনীতিবিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোকে মিথ্যা দাবি করে সেগুলো প্রত্যাহারের দাবি জানানো হয়।

আব্দুস সালাম আরও বলেন, "আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংকট ও প্রেতাত্মারা সরকারকে এখন এমন এক 'ট্রাফিক জ্যাম'-এ ফেলে দিয়েছে, যেখান থেকে তারা বের হওয়ার পথ খুঁজে পাচ্ছে না। ছাত্র-জনতার ওপর দমনপীড়নের ঘটনার পর তিন মাস পার হলেও সঠিক সিদ্ধান্ত নিতে না পারা অত্যন্ত লজ্জাজনক। জনগণের জন্য দায়িত্বশীল পদক্ষেপ না নিয়ে সরকার দেশে আড়াইশ স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করছে। অথচ তাদের মূল দায়িত্ব হওয়া উচিত একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এবং রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর।"

তিনি জনগণের জীবনযাত্রার সমস্যার দিকে নজর দেওয়ার তাগিদ দেন। চাল-ডাল, তেল, পানি, ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর পাশাপাশি রমজান মাসের আগেই বাজার স্থিতিশীল করার আহ্বান জানান। ডেঙ্গু নিয়ন্ত্রণ ও যানজট সমস্যা সমাধানের মতো জরুরি বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে বলেন। "মানুষ আজ টিসিবির ট্রাকের পেছনে ছুটছে, এই দৃশ্য দেশের জন্য শুভ নয়," যোগ করেন তিনি।

তিনি শেখ হাসিনার সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টার সমালোচনা করে বলেন, "যা জরুরি তা আগে করুন, ৫০ বছরের পরিকল্পনা এখন দরকার নেই।"

সভায় সভাপতিত্ব করেন জাগ্রত বাংলাদেশের সভাপতি মো. জহিরুল ইসলাম কলিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ আরও অনেকে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য