ঢাকা , সোমবার, ১৯ মে ২০২৫ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা যুদ্ধ বন্ধে ব্যর্থ হয়ে পুতিনের সাথে ফোনালাপের পরিকল্পনা ট্রাম্পের ফের ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস ভারতের ইউটিউবার জ্যোতির সঙ্গে ছিল পাকিস্তান হাইকমিশনের যোগাযোগ! আইনি জটিলতায় মিঠুন চক্রবর্তী, ভাঙা হতে পারে বাড়ি পাঁচ বছর পর এলো তবুও ভালো লাগছে : জয়া আমরা কখনোই ইসরাইলকে স্বীকৃতি দেব না: পাকিস্তান ইসিকে জবাবদিহির আওতায় আনতে আইনের সংশোধনের দাবি জামায়াতের একনেকে ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান : জরিমানা ও সংযোগ বিচ্ছিন্ন সাম্য হত্যা: শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদল গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহু সাত কলেজের অনার্স-মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ ফ্রান্স-স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা অধ্যাদেশ বাতিল না হলে এনবিআরে কলম বিরতি চলবে সাম্য হত্যার তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার টকশোতে অশ্লীল শব্দচয়ন : উপস্থাপিকা তমা রশিদকে লিগ্যাল নোটিশ ৩ বিভাগে অতিভারী বর্ষণের আভাস আনুষ্ঠানিকভাবে জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা আমিরাতের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে বিশ্ব রেকর্ড গড়লেন শান্ত

‘আ.লীগের প্রেতাত্মারা ইউনূস সরকারকে ট্রাফিক জ্যামে ফেলেছে’

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৫:০০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৫:০৪:১৫ অপরাহ্ন
‘আ.লীগের প্রেতাত্মারা ইউনূস সরকারকে ট্রাফিক জ্যামে ফেলেছে’

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, "যদি ড. ইউনূসের মামলা একদিনে প্রত্যাহার হতে পারে, তাহলে তারেক রহমানের মামলাগুলো কেন প্রত্যাহার হবে না?" তিনি মনে করেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যেমন এই সরকারের প্রয়োজন রয়েছে, তেমনিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে তারেক রহমানেরও দেশে থাকা জরুরি।

রবিবার (আজ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাগ্রত বাংলাদেশ নামের একটি সংগঠন এই সভার আয়োজন করে, যেখানে খালেদা জিয়া ও তারেক রহমানসহ সকল রাজনীতিবিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোকে মিথ্যা দাবি করে সেগুলো প্রত্যাহারের দাবি জানানো হয়।

আব্দুস সালাম আরও বলেন, "আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংকট ও প্রেতাত্মারা সরকারকে এখন এমন এক 'ট্রাফিক জ্যাম'-এ ফেলে দিয়েছে, যেখান থেকে তারা বের হওয়ার পথ খুঁজে পাচ্ছে না। ছাত্র-জনতার ওপর দমনপীড়নের ঘটনার পর তিন মাস পার হলেও সঠিক সিদ্ধান্ত নিতে না পারা অত্যন্ত লজ্জাজনক। জনগণের জন্য দায়িত্বশীল পদক্ষেপ না নিয়ে সরকার দেশে আড়াইশ স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করছে। অথচ তাদের মূল দায়িত্ব হওয়া উচিত একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এবং রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর।"

তিনি জনগণের জীবনযাত্রার সমস্যার দিকে নজর দেওয়ার তাগিদ দেন। চাল-ডাল, তেল, পানি, ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর পাশাপাশি রমজান মাসের আগেই বাজার স্থিতিশীল করার আহ্বান জানান। ডেঙ্গু নিয়ন্ত্রণ ও যানজট সমস্যা সমাধানের মতো জরুরি বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে বলেন। "মানুষ আজ টিসিবির ট্রাকের পেছনে ছুটছে, এই দৃশ্য দেশের জন্য শুভ নয়," যোগ করেন তিনি।

তিনি শেখ হাসিনার সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টার সমালোচনা করে বলেন, "যা জরুরি তা আগে করুন, ৫০ বছরের পরিকল্পনা এখন দরকার নেই।"

সভায় সভাপতিত্ব করেন জাগ্রত বাংলাদেশের সভাপতি মো. জহিরুল ইসলাম কলিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ আরও অনেকে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা

নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা