ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি সৌদি রিয়ালের নতুন প্রতীক উন্মোচন করেছেন বাদশাহ সালমান কড়াইল বস্তিতে আগুনে পুড়ে ছাই শতাধিক ঘর সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান হানি ট্র্যাপে ভারতীয় নৌ কর্মকর্তা, গুরুত্বপূর্ণ তথ্য পাচার সন্ত্রাসবাদকে স্বাভাবিকভাবে না দেখতে বাংলাদেশকে আহ্বান ভারতের গোপনে বিয়ে সারলেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি! পাত্র কে? শেফিল্ডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার বাংলাদেশের হামজা ৬ শতাধিক ফিলিস্তিনির বিনিময়ে আজ ৬ জিম্মিকে ছাড়ছে হামাস এবার ম্যাক্রোঁ ও স্টারমারের ওপর তোপ দাগলেন ট্রাম্প ক্রেতা থাকলেও বিক্রি কম বইমেলায়   খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন: জয়নুল আবদিন রণবীর সিংয়ের মুখে এফবিআই প্রধানের ছবি বসিয়ে অভিনন্দন একুশের পথ ধরেই গণতান্ত্রিক স্বাধিকার অর্জিত হয়েছে- তারেক রহমান ৩ দিন শিলাসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস পেছনে পুলিশ সামনে স্বাধীনতা বলা ছাত্রীকে জামায়াত আমিরের স্যালুট একাধিক বাসে বিস্ফোরণ, ইসরাইলজুড়ে আতঙ্ক মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ৪৫ বাংলাদেশিকে সীমা ছাড়িয়ে গেছেন ট্রাম্প, কমছে জনপ্রিয়তা: জরিপ ফের স্বর্ণের দামে রেকর্ড, প্রতিভরি ১৫৪৫২৫ টাকা 

নেতানিয়াহুর বাড়িতে বোমা হামলা: ৩ সন্দেহভাজন গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৫:৩১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৫:৩১:৫৩ অপরাহ্ন
নেতানিয়াহুর বাড়িতে বোমা হামলা: ৩ সন্দেহভাজন গ্রেপ্তার
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সিজারিয়ার বাসভবনে বোমা হামলার ঘটনায় তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে দেশটির পুলিশ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের পুলিশ।

বিবৃতিতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম, পরিচয় বা জাতীয়তা প্রকাশ করা হয়নি। তবে বলা হয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আদালতের নির্দেশে অন্তত ৩০ দিন পর্যন্ত সন্দেহভাজনদের পরিচয় গোপন রাখা হবে।

শনিবার সন্ধ্যায় নেতানিয়াহুর বাসভবনের বাগানে দুইটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়। তবে হামলার সময় প্রধানমন্ত্রী বা তার পরিবারের কেউ বাসভবনে উপস্থিত ছিলেন না। বিস্ফোরণের কারণে বাড়ির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ ঘটনা নেতানিয়াহুর বাসভবনে প্রথম হামলা নয়। গত ২০ অক্টোবর হিজবুল্লাহর পরিচালিত একটি ড্রোন হামলায় বাসভবনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেবারও নেতানিয়াহু ও তার পরিবার বাসভবনে ছিলেন না।

ইসরায়েলের পার্লামেন্টের স্পিকার আমির ওহানা ধারণা করছেন, এই হামলার পেছনে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হাত রয়েছে। তিনি এএফপিকে বলেন, "প্রধানমন্ত্রীর বাসভবনের সীমানা এবং সংলগ্ন সড়কগুলোতে উসকানিমূলক স্লোগান লেখা হয়েছে। এসব স্লোগানের সঙ্গে বোমা হামলার সম্পর্ক থাকতে পারে।"

বিরোধীদলীয় নেতা বেনি গান্তজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেছেন, "যদি সন্দেহ সত্যি হয় এবং বিক্ষোভকারীরা এ হামলার জন্য দায়ী থাকে, তাহলে এটি কোনো প্রতিবাদ নয়, বরং সন্ত্রাসী কর্মকাণ্ড। সরকারের উচিত বিষয়টি দ্রুত তদন্ত করে পরিষ্কার করা।"

২০২৩ সালের শুরু থেকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ চলছে। গাজায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক অভিযান এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় এই বিক্ষোভের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে।

সূত্র: এএফপি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি

মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি